আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মহাসড়কে চলাচলরত ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকসহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। অভিযানে বেশ কয়েকটি অটোরিকশা জব্দ করে থানায় ডাম্পিং করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল, শ্রীপুর, নবীনগর ও বলিভদ্র বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, হাইকোর্টের নির্দেশে মহাসড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকসহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে আমরা অভিযান চালিয়েছি। এ সময় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক আটক করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply