1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

‘আমাদের নদী হারিয়ে যাচ্ছে, তাতে কোনো কিছু মনেই করছি না’

  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, নদী নিয়ে আমরা সচেতন না। আমাদের কারও ছাগল হারিয়ে গেলে মামলা করি, নালিশ করি। কিন্তু আমাদের নদী হারিয়ে যাচ্ছে, তাতে মামলা করছি না। কোনো কিছুই মনে করছি না। ৯ সেপ্টেম্বর শনিবার কামরাঙ্গীরচরের মুসলিমবাগ টাওয়ার মাঠে অনুষ্ঠিত দূষণমুক্ত নদীর প্রত্যয়ে ‘বুড়িগঙ্গা নদী কার্নিভাল ২০২২’ উপলক্ষে র‌্যালি শুরুর আগে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, সরকারের সঙ্গে নাম যুক্ত হলেই আমরা অন্যায় কাজ করতে পারি কেন। কারণ, ‘কিছু হয় না’ এ সংস্কৃতি চালু হয়ে গেছে। আমাদের এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সে দলের নাম ভাঙিয়ে কেন নদী দখল হবে। এ প্রশ্ন আমি রেখে যাচ্ছি। তিনি আরও বলেন, নেতারা মানুষ নিয়ে বুড়িগঙ্গা ও সব নদী দখলমুক্ত করবে, এ সাহস আমরা দেখতে চাই। যে কাজ বঙ্গবন্ধু থাকতে সবাই মিলে করেছিল। নদী বাঁচানোর আন্দোলন শুধু আমাদের কিছু পরিবেশবাদীদের না। এ নদী সবার, আন্দোলনও সবার।

জনগণকে নদী রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কিছু হলেই মামলা করি, ছাগল-গরু হারিয়ে গেলেও মামলা করি। কিন্তু নদী হারিয়ে যাচ্ছে, আমাদের কোনো উদ্যোগ নেই। কারণ, এর যে মালিকানা আমাদের সাধারণ মানুষের, সে বোধ থেকে আমরা সরে এসেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ইউএস এইড বাংলাদেশের ডিরেক্টর ক্রিস্টিন ম্যাক্রেস, পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক জামিল শরীফসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পরে দূষণমুক্ত বুড়িগঙ্গা নদী, ঢাকাবাসীর প্রাণের দাবির পক্ষে নৌ-র‌্যালি বের হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :