সংবাদ ডেস্ক: শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন শিক্ষার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার না পদক্ষেপ হাতে নিয়েছে। তিনি বলেন, স্কুলগুলোয় অষ্টম শ্রেণির রেজিস্ট্রেন ফি বাবদ বেশি টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১১ মে বুধবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে এসইডিপি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য বদলের দল। তাই আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেই ক্ষমতায় যেতে চায়। জোর করে নয়। কিন্তু আন্দোলনে ব্যর্থ হয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বিএনপি। গত নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করেছিল, এবারও তারা অংশগ্রহণ করবে, এমনটা জানিয়ে দীপু মনি বলেন, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি বিএনপিসহ সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমনটা আশা করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই সব দল নির্বাচনে অংশ নেবে বলে আশা করছি। দুদিনব্যাপী এ কর্মশালায় উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply