আশুলিয়া প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে ক্ষমতায় থেকে দিন-রাত জনগণের জন্যে কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। ১৫ মে রবিবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সব সুযোগ দিয়ে শেখ হাসিনা জনগণকে জনশক্তিতে পরিণত করেছেন। সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।এর আগে প্রতিমন্ত্রী সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় ওয়াজ আলী মডেল স্কুলের চতুর্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এসময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply