সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভায় একটিসহ উপজেলায় মোট ১৮টি কোরবানির পশুর হাট বৈধভাবে ইজারা প্রদান করা হয়েছে। এর বাইরে কোথাও কেউ পশুরহাট বসালে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। এর সঙ্গে জড়িতদের পরিচয় কি তা মূল্যায়ন না করে আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার সকালে ইজারাদারদের সঙ্গে হাটে আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক বৈঠকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার সংশ্লিষ্ট থানা পুলিশকে এ নির্দেশ দেন। এছাড়া কোরবানির পশু নির্দিষ্ট হাটে যেতে পথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকেও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। পশুর হাটে নির্বিঘ্নে যাতে পশুবাহী ট্রাক যেতে পারে সেজন্য সব ধরনের সহায়তা করার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার। হাট চলাকালে জনদুর্ভোগ যাতে না হয় সে জন্য তিনি ইজারাদারদের করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। বৈঠকে ঢাকা জেলার সবকটি থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত একাধিক ইজারাদার এ তথ্য জানিয়েছেন।
Leave a Reply